অনলাইন ডেক্স ঃ
গাজীপুরের কালিয়াকৈরে ৩ হিন্দু যুবক কর্তৃক ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের প্রতিবাদে এবং তাদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) বাদজুমা ‘কালিয়াকৈর তৌহিদী জনতার’ উদ্যোগে এক ভিক্ষোভ মিছিল উপজেলা মডেল জামে মসজিদ কমপ্লেক্স থেকে বাস স্ট্যান্ড ও বাজার প্রদক্ষিণ শেষে মসজিদ প্রাঙ্গণে শেষ হয়। মডেল মসজিদ কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশে কালিয়াকৈর মডেল জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. আশরাফুল ইসলাম, মো. আওয়াল, মো. আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করা হয় এবং এখনো সঞ্জিত নামের ধর্ষককে পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে মৌচাক ও সফিপুর এলাকায় পৃথক পৃথক ভিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি) মো. আব্দুস সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, মৌচাক এলাকায় মাদ্রাসার ১৩ বছরের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জয় ও লোকনাথকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং সঞ্জিতকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply