তাকওয়া পরিবহনের বাস থেকে ফেলে যাত্রী নিহত, চালক-হেলপার গ্রেফতা
আপডেটের সময় :
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
২৯
বার ভিউ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাতে তাকওয়া পরিবহনের বাস থেকে এক যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া নিয়ে তর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত যাত্রী ইলিয়াস হায়দার শেখ (৩৬), কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দশদ্রোন গ্রামের মৃত সোবহান শেখের ছেলে। তিনি গাজীপুর চৌরাস্তা থেকে উপজেলার চন্দ্রায় আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন— দিনাজপুরের বিরোল উপজেলার গোপালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে মিলন মিয়া (২৮) এবং রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কাদেরগঞ্জ এলাকার রুবেল হোসেনের ছেলে তুফান মিয়া (২০)।
তাদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইলিয়াস তাকওয়া পরিবহনের একটি বাসে চৌরাস্তা থেকে চন্দ্রার উদ্দেশ্যে রওনা দেন। পথে মৌচাক এলাকায় পৌঁছালে বাসের হেলপার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করে। এ নিয়ে যাত্রীর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয় চালক ও হেলপার। পরে তারা বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক চালক ও হেলপারকে গ্রেফতার করে। নিহতের মরদেহ পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) করিম মিয়া জানান, ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply