০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট:
কালিয়াকৈরে সোহরাব ফকিরের ওরশ মাহফিল অনুষ্ঠিত
মানব খবর ডেস্ক
- প্রকাশিত হয়েছে: ০৮:১৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৪ শেয়ার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া সাতকুড়া এলাকার সোহরাব ফকিরের ৩৭ তম ওরশ মাহফিল বৃহস্পতিবার রাতে জাঁক যমক পুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সুত্র জানায়, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবারের পীর কেবলা হযরত মৌঃ শাহ সুফি আব্দুল হালিম আল কাদরী আল বৈরাবরীর নির্দেশ প্রাপ্ত ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। ওরশ মাহফিলে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক মানব খবরের সম্পাদক ও প্রকাশক খোরশেদ আলম, সাংবাদিক শাহ আলম শিকদার,কালিয়াকৈর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল আজিজ ব্যাবসায়ী আব্দুল মালেক সহ স্থানীয় জনগন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য অতিথি গন উপস্থিত ছিলেন।
ট্যাগ









